গার্মেন্টস কস্টিং বের করার নিয়ম Labor Cost -CM - FOB - SCL
Labor Cost -CM - FOB - SCL কস্টিং বের করার:
বাংলাদেশের RMG সেক্টর কয়েকটি বিষয়ের কারনে সংকটজনক মুহূর্ত
বিদ্যমান।তুলনামূলক Garments Costing এর ভিতরে অন্যতম। সঠিক তথ্য
বিশ্লেষণ এর মাধ্যমে Garments CM সেট করতে না পারার কারনে বেশিরভাগ RMG
Factory লসের সম্মুখীন হতে পারে। Industrial Engineering Department এই
ক্ষেত্রে অতি অবশ্যই অগ্রগণ্য ভূমিকা পালন করতে হবে।
আমরা SAM ব্যবহার করে কিভাবে Garments CM বের করা যায় তা নিয়ে ছোট্টভাবে আলোচনা করব।
Garments Manufacturing এ কোন একটি অর্ডার কনফার্ম হবার পূর্বেই বায়ারকে
সাপ্লায়ার এর মাধ্যমে ফাইনাল manufacturing cost সরবরাহ করা হয়। এই কারনে
ফ্যক্টরিগুলো বিভিন্ন costing head এর জন্য cost estimate করে costing
sheet প্রস্তুত করে। Costing Head যেমন -ফেব্রিক, ট্রিমস,প্যাকিং
ম্যটারিয়ালস, শ্রমিক খরচ এবং Overheads.
Costing করার সময় রেফারেন্স হিসেবে সাপ্লায়ার শুধুমাত্র একটি garments
sample এবং ফেব্রিক ও ট্রিমস এর specification পেয়ে থাকে।কাচামাল এর cost
এর জন্য সাপ্লায়ারগন সরাসরি ফেব্রিক এবং ট্রিমস সাপ্লায়ারদের প্রাইস কোট
থেকে সংগ্রহ করে থাকে। Labor cost এর ধারনা সত্যিকারে production এর সময় যা
হবে তার কাছাকাছি হওয়া গুরুত্বপূর্ণ।
Scientific পদ্ধতিতে CM (Cut & Make) বের করার জন্য নিচের পথগুলো অনুসরন করব-
১. Garment এর SAM নির্ধারণ করা।
২.লাইনের গড় efficiency হিসেব করা।
৩.প্রতি মিনিটে সরাসরি Labor Cost হিসেব করা।
কিভাবে অপারেটর এর প্রতি মিনিট খরচ বা cost বের করব ?
ফর্মুলা ১-
প্রতি মিনিট Labor Cost=একজন অপারেটর এর মাসিক বেতন/পুরো মাসের available
মিনিট (১০০% দক্ষতায়) কিন্তু কোন লাইন ১০০% দক্ষতায় perform করতে পারে না।
সুতরাং লাইনের দক্ষতা কমে গেলে প্রতি মিনিটে Labor Cost বেড়ে যাবে। তাই
প্রতি মিনিটে Labor Cost বের করার সঠিক পথ হচ্ছে-
ফর্মুলা ২-
প্রতি মিনিট Labor Cost=একজন অপারেটর এর মাসিক বেতন/ সর্বমোট উৎপাদিত SAM
Comments
Post a Comment